স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করেও মুক্তিযুদ্ধের
মূল লক্ষ্য আজও অর্জিত হয়নি, পরিলক্ষিত হয়নি ‘মুক্তি’ শব্দটির মূল ভাবার্থ। কিছু ক্ষেত্রে
উল্লেখযোগ্য সফলতা অর্জিত হলেও সামাজিক অবক্ষয়, অপরাজনীতি, বিরোধী শক্তির অসহযোগীতা,
অপশক্তির অনুপ্রবেশ, সর্বস্তরে দুর্নীতি ও জাতিগত সমন্বয়হীনতা মাঝে মাঝেই আমাদের নানামুখী
সংকটের আবর্তে জড়িয়ে ফেলে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অভ্যন্তরীন প্রাকৃতিক
পরিবেশের বিপর্যয়ে মৃত্যুঝুঁকিতে মানুষ। প্রায়ই দেশব্যাপী ঘটছে অগ্নি দূর্ঘটনা, মরছে
মানুষ। অতিরিক্ত তাপদাহসহ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। বায়ুদূষণ জনিত কারণে
কমছে মানুষের গড় আয়ু। সামগ্রিক প্রভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে রাষ্ট্রের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
(এসডিজি)।
শত প্রতিকুলতা অতিক্রম করে ২০১৮ সালের ১৫ই মার্চ
বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। সময় এখন বাংলার
মাথা উঁচু করে দাঁড়াবার, লক্ষ্য এখন উন্নত রাষ্ট্রের মর্যাদা অর্জন করার।
শুভ শক্তি সোসাইটির দীর্ঘমেয়াদী লক্ষ্য—২০৫০ সালের মধ্যে
বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির উন্নত দেশগুলোর সমপর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ
করা। জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’ বাস্তবায়নে সামাজিক অবক্ষয়,
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা
করা।
আসুন! একুশ শতকের বিশ্বে সম্ভাবনাময় বাংলাদেশকে
উন্নত রাষ্ট্রের সম—পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে শুভ শক্তির সামাজিক ও পরিবেশ আন্দোলনে যোগ
দিন, নাগরিক দায়িত্ব পালন করুন।
Social Activities is about Climate, Environment and Development.