জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বব্যাপী যার প্রভাব ইতোমধ্যেই পরিলক্ষিত। মানবসৃষ্ট কারণে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে ভয়ংকর রূপ দিয়েছে। বসবাসের যোগ্যতা হারিয়েছে রাজধানী ঢাকা। বাঁধগ্রস্ত হচ্ছে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি, অস্তিত্ব সংকটে মানুষ।
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ে
মৃত্যুঝুঁকিতে মানুষ বিষয়টি উপলব্ধি করে শুভ শক্তির চেয়ারম্যান ও প্রধান সমন্বয়ক
এর উদ্যোগে ২০১৪ সালে নিজস্ব পরিমন্ডলে আলোচনা ও সচেতনতা কার্যক্রম শুরু করে 'শুভ শক্তি'। সংকট মোকাবেলায় জনগণ ও
রাষ্ট্রের মধ্যে সমন্বয় করার লক্ষ্যে জয়েন স্টক এর অনুমতি সাপেক্ষ্যে ২০২০ সালে
আনুষ্ঠানিকভাবে “শুভ শক্তি সোসাইটির” যাত্রা শুরু। টেকসই উন্নয়ন লক্ষমাত্রা
(এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় জনিত ঝুঁকি মোকাবেলায় ‘শুভ শক্তি’ উপকূলীয় ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং বাসযোগ্য স্মার্ট মহানগরী
গড়তে স্বাস্থ্য ও জনসচেতনতা ক্যাম্পেইন, বৃক্ষায়ন এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। শুভ শক্তির উল্লেখযোগ্য
কার্যক্রমসমূহ—
বসবাসযোগ্য
স্মার্ট মহানগরী গড়তে শুভ শক্তির আয়োজন
১। জলবায়ু
বিষয়ক ‘ভার্চুয়াল লিডার্স সামিট—২০২১’ উপলক্ষ্যে মানব বন্ধন ও র্যালী।
২। জলবায়ু
পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে রংপুর বিভাগীয় অঞ্চলে জনসচেতনতা ও র্যালী।
৩। জলবায়ু
সম্মেলন কপ—২৬ উপলক্ষ্যে মানব
বন্ধন ও র্যালী।
৪। ঢাকা
মহানগরীতে স্বাস্থ্য সচেতনতা কর্মসুচী।
৫।
রাজধানীর হাতিরঝিলে পরিবেশ সচেতনতা কার্যক্রম।
৬। ঢাকা
মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী ।
৭।
বৃক্ষরোপণ এবং যুব সমাজকে নিয়ে আলোচনা অনুষ্ঠান।
রংপুর
আঞ্চলিক কার্যালয়ের আওতায় শুভ শক্তির কার্যক্রমসমূহ—
১। রংপুর
বিভাগীয় অঞ্চলে বায়ুদূষণ ও করোনা প্রতিরোধে জনসচেতনতা ও মাস্ক বিতরণ।
২।
প্রান্তীক কৃষক—শ্রমিকদের মাঝে
জনসচেতনতা কার্যক্রম
৩। দুস্থ
কৃষকদের খাদ্য সহায়তা প্রকল্প
৪। বিধবা
নারীদের খাদ্য ও স্বাস্থ্য (স্যানিটাইজেশন) সহায়তা প্রকল্প
Social Activities is about Climate, Environment and Development.