সর্বশেষ খবর:
পাথরঘাটা মুরগি বিক্রি বন্ধ জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্মদিন আজ স্বপ্নের সোনালী ফসলে সেঁজেছে মাঠ, হাসি কৃষকের মুখে সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে বোরধানের ক্ষতি আধা মণ পেঁয়াজে একটি তরমুজ নড়াইলে বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচী কুখ্যাত ডাকাত শাহীন ও জুয়েল গ্রেফতার বাবার কোলে শিশু হত্যার মূল আসামি সহ গ্রেফতার ৫ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ আজ আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে : ডা.শাহাদাত হোসেন কোম্পানীগঞ্জ মুছাপুরে ভোগ দখলে আশ্রয় কেন্দ্র বাবা আ.লীগ নেতা, ছেলে ছাত্রদল সভাপতি প‌হেলা বৈশা‌খে ইলিশ‌কে ‘না’ ব‌লি ঈদের খুশি ছড়িয়ে দিয়ে মহসিনা মায়ার ব্যাতিক্রমী উদ্যোগ নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১০ লাখ মুসল্লি নিয়ে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে বাংলাদেশের সম্পদ মিলছে ভারতের সরকারি হাসপাতালে মনুষত্বের অবক্ষয় কবিতা: বছর শেষে বীরের কথা

পলাশে ৩০০ বছরের পুরনো স্থাপত্য পারুলিয়া দরগাহ্ মসজিদ

উপজেলা প্রতিনিধি, পলাশ

২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৩ বছর আগে, : 0

পলাশে ৩০০ বছরের পুরনো স্থাপত্য পারুলিয়া দরগাহ্ মসজিদ
পারুলিয়া দরগাহ্ মসজিদ | পত্রিকা একাত্তর
নরসিংদী জেলার পলাশ উপজেলায় পারুলিয়া গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মোগল আমলের প্রায় ৩০০ বছরের পুরুনো ঐতিহাসিক মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে আছে।
নরসিংদী সদর থেকে ১০ কিলোমিটারর পশ্চিমে পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে মসজিদটি ১১২৬ হিজরিতে নির্মিত হয়েছিল। অর্থাৎ এটি ৩০১ বছরের পুরুনো প্রাচীনতম মোগল আমলের একটি মসজিদ।
তিন গম্বুজ বিশিষ্ট ও মজবুত পাথরের পিলারের ওপর তৈরি মসজিদটি এখনো শক্ত সামর্থ্য হয়ে দাঁড়িয়ে আছে। ১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে মসজিদটি সংস্কার করা হয়েছে। প্রায় ২০ বিঘা জমি মাঝে একটি মাজার, একটি হুজুরখানা, ৪টি পুকুর নিয়ে পারুলিয়া দরগাহ্ মসজিদটি অবস্থিত। এই মসজিদটি স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট নিদর্শন হয়ে আছে নগর নরসিংহপুর (পারুলিয়া) গ্রামে।
সম্রাট আকবরের রাজত্বকালে মহেষওয়ার্দী বর্তমান পারুলিয়া গ্রাম অঞ্চলটি স্থানীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল। সেখানে একজন নায়েবী দেওয়ান শাসনকার্য পরিচালনা করতেন সেই দেওয়ানের নামই ছিল শরিফ খাঁ। এই মাজারে দেওয়ান শরীফ খাঁ ও তার স্ত্রী জয়নব বিবির কবর রয়েছে। দেওয়ান শরীফ খাঁ এবং জয়নব বিবিই পারুলিয়া দরগাহ মসজিদটি নির্মাণ করেন।
ঈশা খাঁর বংশধর দেওয়ান শরিফ খাঁ ছিলেন এক ব্যতিক্রমী মানুষ। তিনি রাজকীয় ক্ষমতা, অতুল বিত্ত ত্যাগ করে দরবেশি জীবনযাপন করতেন। জমিদারী থেকে অর্জিত সব অর্থই তিনি ধর্মীয় কাজে ব্যয় করতেন। পারুলিয়ার একটি জঙ্গলময় স্থান বেছে নিয়ে তিনি ও তার স্ত্রী জয়নব বিবি একটি ধর্মীয় আশ্রম, ভজনালয় ও একটি দর্শনীয় মসজিদ নির্মাণ করেন।
শরিফ খাঁ ও তার স্ত্রীর মৃত্যুর পর ভজনালয়ের পাশেই তাদেরকে সমাধিস্থ্য করা হয়। তাদের রেখে যাওয়া মোগল আমলের পারুলিয়া দরগাহ্ মসজিদটি আজ ও অক্ষত আছে, যা এখন পারুলিয়া আউলিয়া দেওয়ান শরিফ খাঁন শাহী জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি দেখার জন্য এবং মাজার জিয়ারত করার জন্য এখনও অনেক মানুষ এখানে ভীড় জমায়।
পত্রিকা একাত্তর/ সিয়াম সরকার